প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এডওয়ার্ড উডওয়ার্ড অভিনীত জনপ্রিয় ডিটেকটিভ টিভি সিরিজ ‘দি ইকুয়ালাইজার’ অবলম্বনে ডেনজেল ওয়াশিংটনের অভিনয়ে দুটি ফিচার ফিল্ম নির্মিত হয়েছে এবার ‘ইকুয়ালাইজার’ তার উৎসে ফিরছে। সিবিএস নেটওয়ার্ক গায়িকা কুইন লাটিফাকে প্রধান ভূমিকায় নিয়ে ‘দি ইকুয়ালাইজার’ সিরিজ নির্মাণ করছে। এরই মধ্যে এই সিরিজের একটি টিজার বিমুক্ত করা হয়েছে। এই সিরিজে লাটিফা (ছবিতে বামে) একক মা রবিন ম্যাকলের ভূমিকায় অভিনয় করছেন। যার অতীত পেশা রহস্যে ঘেরা এবং সে বিপদগ্রস্তকে সাহায্য করে। মানুষের বিপদে পাশে দাঁড়াবার পাশাপাশি রবিন নিজেও নিজের মুক্তির পথ খুঁজছে। টিজারে লাটিফার চরিত্রের সঙ্গে এই চরিত্রের কন্যা ডিলায়লার চরিত্রটি দেখান হয়েছে; ডিলায়লার ভূমিকায় অভিনয় করেছেন ডেয়া ডিলিয়ন হেইজ। সাবেক সিআইএ পরিচালকের চরিত্র ক্রিস নথ আভাস দেয় রবিন আসলে একসময় তার প্রতিষ্ঠানের সদস্য ছিল। সুপার বোলের পরপরই ৭ ফেব্য়ায়্ররি সিরিজটির যাত্রা শুরু হবে। এই সিরিজ হবে ‘দি ইকুয়ালাইজার’-এর দ্বিতীয় রিবুট। প্রথম রিবুট ডেনজেল ওয়াশিংটন অভিনীত ২০১৪ ও ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত দুটি ফিল্ম। নতুন এই সিরিজে আরও অভিনয় করছেন টোরি কিটলস, লোরেন টুসেন্ট, লিজা লাপিরা এবং অ্যাডাম গোল্ডবার্গ। লাটিফা অভিনয়ের পাশাপাশি সিরিজের কো-ক্রিয়েটরের দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।