বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা গুণেছে আড়ং। প্রতিষ্ঠানটির রাজশাহী আউটলেটকে সোমবার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, গত ২১ এপ্রিল আড়ংয়ের রাজশাহী আউটলেট থেকে একটি পায়জামা কেনেন ইসতিয়াক আহমেদ নামের এক ক্রেতা। মূল্যের ট্যাগে এর দাম ছিল ৫৪৪ টাকা। কিন্তু কাউন্টারে দাম রাখা হয় ৫৭৬ টাকা। এ নিয়ে গত ১১ মে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ক্রেতা।
এরপর সোমবার দু’পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় আড়ংয়ের রাজশাহীর ব্যবস্থাপক বেশি টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, এটা ভুল হয়েছে। তবে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২৫০ টাকা পেয়েছেন অভিযোগকারী। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।