Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ট্রেন-পিকআপের সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:৪৯ পিএম

গাজীপুরের কালিগঞ্জে ট্রেন-পিকআপের সংঘর্ষে পিকআপে থাকা ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মে) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। গাজীপুর কালিগঞ্জ থানার ডিউটিরত অফিসার এসআই দেলোয়ার বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছ। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতরা হলেন- পিকআপ ড্রাইভার মৃদুল (২২) ও হেলপার জাকির হোসেন (২০)। লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
এসআই দেলোয়ার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে গিয়ে পড়ে। এতে পিকআপে থাকা তিন জনই ঘটনাস্থলেই মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ