Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১০:৫৫ এএম

ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত ভ্যান গাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মিন্টু মিয়া (৩৫)। সে নগরীর চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে শম্ভুগঞ্জ চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, একজন যাত্রী নিয়ে ভ্যানচালক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তার ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এসময় ভ্যানগাড়ি উল্টে যায় এবং ভ্যানচালক বিদ্যুতের তারে জড়িয়ে পরে ছটফট করতে থাকে। তখর ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ