বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) জেলা সদরে এক নারী, ঝিনাইগাতী উপজেলায় এক অটোচালক এবং নকলা উপজেলায় এক কিশোরের প্রাণহানি ঘটেছে। জানা যায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন (৩৫) পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতী মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে অবস্থিত নিজের শ্বশুরবাড়ীতে বেড়াতে যান। বৃষ্টিতে বিল্লালের শ্বশুর আমির হামজার পুকুর ডুবে যাওয়ার উপক্রম হয়। দুপুরে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি নিস্কাশন করে মাছ ধরতে যান বিল্লাল। এক পর্যায়ে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে অসাবধানতাবসত. বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের শালখা গ্রামের নজরুল ইসলামের নবম শ্রেণি পড়ুয়া আবু সাঈদ (১৪) ঘটনার দিন বিকেলে বাড়ীর পাশে নতুন মসজিদে আসরের আজান দিতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মাইকের মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দিকে শেরপুর সদর উপজেলার মোবারকপুর মহল্লার মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাবলু মিয়ার স্ত্রী সুমী বেগম (৩৭) বিকেলে মাটির ঘর কাঁদামাটি দিয়ে লেপাপোছা করতে যায়। আগে থেকেই ঘরের টিনের বেড়া ফ্রিজের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে থাকে। কাবলু মিয়ার স্ত্রী ঘরের মেঝে লেপতে গেলে টিনের সঙ্গে তার মুখ স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।