Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় পা পিছলে পুকুরের ডুবে ছাত্রের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৫:২৫ পিএম

জেলার বাগাতিপাড়ায় পুকুরের পানিতে পড়ে আল মাহামুদ রিয়াদ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কাকফো পুরাতন পাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত আল মাহামুদ রিয়াদ একই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে জিগরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আল মাহামুদ রিয়াদ তাদের পাশের এলাকা থেকে প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরছিল। পথে পা পিছলে পুকুরে পড়ে যায় সে। এ সময় সাঁতার না জানার কারণে রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে রিয়াদকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাস দাফনের অনুমতি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ