মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেজাজটাই তো আসল রাজা! জঙ্গলের রাজাকে রাজকীয় মেজাজে হাঁটতে দেখা গেল দক্ষিণ আফ্রিকার জাতীয় উদ্যান ক্রুগার ন্যাশনাল পার্কের রাস্তায়। তাদের হাঁটার ফলে রাস্তায় যানজট তৈরি হয়।
কিন্তু কাউকে কোনও রকম পাত্তা না দিয়েই রাজকীয় মেজাজে এগিয়ে গেল চার পুরুষ সিংহের দল। যাদের মধ্যে আবার একটি বিরল সাদা সিংহ। এই চার সিংহের কাণ্ডকারখানার একটি ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘নোমবেকানা সাফারিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফি’-র ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রুগার ন্যাশনাল পার্কের যান চলাচলের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একটি সাদা সিংহ-সহ চার পুরুষ সিংহ। একেবারে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে তাদের। এক জন আবার রাস্তাতেই শুয়ে পড়েছে। তবে জঙ্গল-রাজকে চটাবে এমন সাধ্য কার! তাই তাদের হাঁটার কারণে থমকে যায় যানবাহন। তাদের গতির সঙ্গে তাল মিলিয়েই গাড়ি চালাতে দেখা যায় চালকদের।
ভিডিওয় দেখা যাচ্ছে, তা দেখেও কোনও হেলদোল নেই সিংহদের। নিজ মেজাজে ধীর গতিতে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায় তারা। কিন্তু এমন দৃশ্য তো আর রোজ রোজ দেখা যায় না। আর সেই কারণেই এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে দেখা যায় রাস্তায় আটকে পড়া যাত্রীদেরও। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।