মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর এপ্রিল মাসে ২৫১ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৫ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র অভিযানে এপ্রিল মাসে ১৪৩ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ২০৫ পিস ইয়াবা, ৩ কেজি ১৯২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৭ কেজি ১৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি আফিম, ২২ হাজার ৮৫৪ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৩৮৬ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬০৮ ক্যান বিয়ার, ২ হাজার ৫৭১ কেজি গাঁজা, ৫০ হাজার ১০২টি ইনজেকশন, ৫ হাজার ৪৪টি ইস্কাফ সিরাপ, ৫৬৭ বোতল এমকেডিল বা কফিডিল, ২ লাখ ৬৩ হাজার ৫১৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২৫ হাজার ৬০৫টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ২ বোতল এলএসডি এবং ৮৬ হাজার ১৬৩টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ কেজি ৯৫৪ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ৩ লাখ ১০ হাজার ৩০টি কসমেটিকস সামগ্রী, ৪৪ হাজার ২৪০টি ইমিটেশন গহনা, ২০ হাজার ৫১টি শাড়ি, ৪ হাজার ৫৮৩টি থ্রিপিস/শার্ট পিস/চাদর/কম্বল, ১ হাজার ২০৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯২৫ ঘনফুট কাঠ, ৭ হাজার ২৮ কেজি চা পাতা, ৩০ হাজার ৪৫০ কেজি কয়লা, তিনটি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক বা কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ৮টি পিকআপ, ২৭টি সিএনজি বা ইজিবাইক এবং ৭৩টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, চারটি গান, ২১ রাউন্ড গুলি এবং ৩ কেজি ৪০০ গ্রাম গান পাউডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।