Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদের দিনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ১:৫০ পিএম

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ছাড়া ঈদের দিনে অন্য কোনো কর্মসূচি নেই বিএনপির।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সকাল সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অপর্ণ ও ফাতেহা পাঠ করবেন।

প্রতি ঈদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অনুসরণ করছেন।

এছাড়া সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

সরকারের বিশেষ নির্বাহী আদেশে শর্তসাক্ষেপে খালেদা জিয়ার মুক্ত হলেও দলের নেতা-কর্মীরা তার সাথে সাক্ষাত পায় না। বছরে শুধুমাত্র দুইটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সাথে এই সাক্ষাতে সুযোপ পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ