Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপু‌রে বিদ্যুৎপৃ‌ষ্টে আদিবাসী নারীর মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৭:৫৩ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ‌্যুৎবৃ‌ষ্টে শ্রী অষ্ট মনি কোচ (৫০) নামে এক আদিবাসী গৃহবধূর মৃত্যু হয়েছে। শ‌নিবার (২৩ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে। অষ্ট ম‌নি ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচের স্ত্রী।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার দুপুরে শ্রী অষ্ট মনি কোচ তার নিজ ঘর থে‌কে বের হয় ভেজা কাপড় শু‌কি‌য়ে দেওয়ার জন‌্য। এসময় বসত ঘর হইতে গোয়াল ঘরে কাপড় শুকানোর জন্য জিআই তারে ভেজা কাপড় ছ‌ড়ি‌য়ে দেওয়ার সময় তি‌নি বিদ্যুতায়িত হয়। প‌রে প‌রিবা‌রের স্বজন ও আশপা‌শের লোকজন এ‌সে বিদ‌্যুৎ‌তের সং‌যোগ খো‌লে দেয়। প‌রে গুরুতর আহত অবস্থায় তা‌কে দ্রুত ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে ঝিনাইগাতী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ বিষয়ে থানায় এক‌টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ