Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অ্যালবাম নিয়ে আসছে বিটিএস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১:৪৬ পিএম

জনপ্রিয় দক্ষিণ কোরিয়া ব্যান্ড বিটিএস নতুন অ্যালবাম প্রকাশ করবে। আগামী ১০ জুন তাদের নতুন অ্যালবামটি প্রকাশ করা হবে। বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বিটিএসের পারফরমেন্সের পর এই ঘোষণা এলো।

বিগহিট মিউজিক ওই বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’

নতুন অ্যালবামের বিস্তারিত বিবরণ পরে একটি পৃথক নোটিশে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুককে নিয়ে গঠিত বিটিএস ২০২০ সালের ডিসেম্বরে তাদের শেষ অ্যালবাম 'বি' প্রকাশ করে। এরপর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ