বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে সিরাজুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামে শামসুল আলম শান্তির বাড়িতে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন।
পুলিশ ও স্থানীয়রা এবং স্বরুপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, সিরাজুল রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার সকালে তিনি উত্তরকয়ারপাড়া গ্রামের জনৈক শামসুল আলম ওরফে শান্তির বাড়িতে প্লাস্টারের কাজ করার জন্য যান। সেখানে কাজ করার জন্য বাঁশের ভারা বাঁধছিলেন। এসময় অসাবধানতাবশতঃ পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় তার সহকর্মীরা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্র নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।