Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৪ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ‘সন্ত্রাসবাদ’ এবং ইরানের জনগণের ওপর মানবাধিকার লংঘনের অভিযোগ এনে এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক ঘোষণায় জানান, ‘সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কারণে ৯ জনের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি-ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জর্জ ডবিøউ ক্যাসে জেআর, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের সাবেক কমান্ডার জোসেফ ভোটেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিউলিয়ানি। এছাড়া ফিলিস্তিন এবং লেবাননে নিযুক্ত বেশ কয়েকজন সাবেক ও বর্তমান মার্কিন ক‚টনীতিকও এই কালো তালিকায় রয়েছেন। এছাড়া মানবাধিকারের চরম লংঘনের কারণে আরও ১৫ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, এই তালিকায় প্রধানত এমন লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ট্রাম্প ও ওবামা প্রশাসনের সময় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ও প্রসারিত করতে সহায়তা করেছিলেন। এর আগে গত মাসের শেষের দিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি এবং মোহাম্মদ আলী হোসেইনি নামের এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন রাজস্ব বিভাগ দাবি করে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ