Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পারস্য উপসাগরে ১১ ক্রু’সহ বিদেশী জাহাজ আটক করেছে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৩:৪৩ পিএম

ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সাথে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার দেশটির একজন সিনিয়র বিচারিক কর্মকর্তা এ কথা জানান।

দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের পানিসীমায় আটক করেছে।’

জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। জাহাজটি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিকরা কোন দেশের তা স্পষ্ট করে জানাননি গহরমানি।

ইরানের গার্ড বাহিনী চোরাই ২০ হাজার লিটার বহনকারী একটি ইরানী জাহাজও আটক করেছে। এই জাহাজ বিদেশী জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের তিনজন ক্রুকেও আটক করা হয়েছে। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ