Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভোমরা স্থল বন্দরের এক আমদানিকারকের ৩৫ লক্ষাধিক টাকা জরিমানা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ৫:২৮ পিএম

মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মালামাল আমদানি করার অপরাধে আমদানিকারককে ৩৫ লক্ষ ১৬ হাজার ৮৪১ টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা বিভাগীয় ভ্যাট কমিশনারেট এই জরিমানা করেন বলে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে জানা গেছে।
বৃহৎ অংকের এই জরিমানা সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার পর জব্দকৃত মালামাল আমদানিকারককে ফেরত দেওয়া হবে।
জানা যায়,আমদানিকারক বগুড়ার মেসার্স সোনালী ট্রেডার্স। মিথ্যা ঘোষনা দিয়ে ২৪ টন কমলা লেবুর সাথে ১০৫৩ টি থ্রিপিচ ও ১৫৬.২৬ কেজি ইমিটেশন সামগ্রী আনা হয় ভারত থেকে। গত ৪ এপ্রিল বন্দরে মালামাল আনলোডের সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা (ডিজিএফআই) বিষয়টি জানতে পেরে তারা সেটি আটক করেন। এরপর খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান আমদানিকারককে আজ এই জরিমানা করেন।
ভোমরা স্থলবন্দরের এলসি স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: নাইমুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ