মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু বিষয়ে সার্বিক চুক্তির সংশ্লিষ্ট পক্ষ একটি চুক্তি করলে সেন্ট্রিফিউজ তৈরির পরিমাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি কমাবে ইরান। গতকাল দেশটির পরমাণু শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ এসলামি এ কথা বলেছেন।
এদিন দেশটির কর্তৃপক্ষ তথ্যমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ২০১৫ সালে পৌঁছানো ইরানের পরমাণু চুক্তি দেশটির সেন্ট্রিফিউজের পরিমাণ সীমিত করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় চুক্তি হলে, এই সীমা রক্ষা করা হবে।
২০১৫ সালের জুলাই মাসে গৃহীত চুক্তি অনুযায়ী, ইরানের উপর আন্তর্জাতিক সমাজের নিষেধাজ্ঞা বাতিল করার জন্য দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধির হার ৩.৬৭ শতাংশের নিচে নিয়ন্ত্রণ করার কথা ছিল। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি ত্যাগ করে এবং নতুন বেশ কিছু নিষেধাজ্ঞা দেয়। এরপর ২০১৯ সালের মে মাস থেকে ইরান চুক্তির কিছু সিদ্ধান্ত অমান্য করে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়।
২০২১ সালের এপ্রিল থেকে, চুক্তিটি পুনরুজ্জীবিত করতে ইরান এবং চুক্তির অবশিষ্ট পক্ষ চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে ভিয়েনায় আট দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে, ভিয়েনা থেকে পাওয়া প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে, আলোচকরা একটি নতুন চুক্তির কাছাকাছি, কিন্তু কয়েকটি মূল বিষয় অমীমাংসিত রয়ে গেছে। সূত্র: সিজিটিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।