Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে ওড়নায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৮:৩২ পিএম

রাজশাহীর বাঘায় গলার ওড়নায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বাঘা পৌরসভার ছাতারি গ্রামে এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রী তাইবা জাহান মিম (১৭) শাহদৌলা সরকারি কলেজে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। সে ছাতারি গ্রামের আব্দুস সালামের মেয়ে।
পুলিশ জানায়, গত শনিবার রাত সোয়া ৭টায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
তাইবা জাহান মিমের দাদী জাহানারা বেওয়া জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫ টায়, তাকে বাড়িতে রেখে প্রথম রমজানের সেহরি রান্নার জন্য মনিগ্রাম বাজারে যান। প্রায় আধা ঘন্টা পর সেখান থেকে বাড়িতে ফিরে দেখেন, নিজের ওড়না গলায় প্যাচিয়ে শয়ন ঘরের তীরের সাথে ঝুলছে। আমার কান্নার চিৎকারে প্রতিবেশিরা তাকে নীচে নামায়ে স্থানীয় হাসপাতালে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নীহার চন্দ্র মন্ডল জানান, সন্ধ্যা রাত ৬টা ৫০ মিনিটে ছাত্রীকে হাসপাতালে আনা হয়। কিন্ত সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
বাঘা থানার পরিদর্শক আব্দুল করিম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ইউডি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-১৪ তাং-০২-৪-২০২২ ইং)। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রোববার তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ