মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশে তাজমহল বানিয়েছিলেন মোগল সম্রাট শাহজাহান। আগ্রার সেই তাজমহল আজও ভারতের অন্যতম জনপ্রিয় দ্রষ্টব্য স্থান। কথিত আছে, শ্বেতপাথরের তৈরি ওই তাজমহল বানানোর পরে নাকি রাজমিস্ত্রিদের হাত কেটে নিয়েছিলেন মোগল সম্রাট শাহজাহান। যাতে আর কোথাও দ্বিতীয় কোনও তাজমহল তৈরি না হতে পারে। আবার এ-ও শোনা যায়, নিজেই নাকি একটি দ্বিতীয় তাজমহল বানাতে চেয়েছিলেন শাহজাহান। না, যে সে রেপ্লিকা নয়। বরং কৃষ্ণপাথরের তৈরি একটি তাজমহল বানাতে চেয়েছিলেন তিনি। আর তা হবে যমুনার অন্য পারে।
যমুনার এক পারে থাকবে শ্বেতশুভ্র তাজমহল, যা সম্রাট বানিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশে। অন্য পারে থাকবে কৃষ্ণকায় ওই দ্বিতীয় তাজমহলটি। যা তৈরি হবে কালো মার্বেল পাথর দিয়ে। তাজমহল অর্থাৎ যেটি মুমতাজ মহল, সেটি শাহজাহান বানাতে শুরু করেন ১৬৩১ সালে। শেষ হয় ১৬৫৩ সালে। মৃত্যুর পর সেখানেই শুয়ে রয়েছেন শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগম। আর দ্বিতীয় তাজমহলটি আসলে শাহজাহান বানাতে চেয়েছিলেন নিজের সমাধিক্ষেত্র হিসেবেই। সেই কৃষ্ণ তাজমহলের কাজ যখন শুরু হবে হবে, সেই সময়ই পুত্র ঔরঙ্গজেবের কোপে পড়লেন শাহজাহান। ছেলের হাতে বন্দি হলেন আগ্রা ফোর্টে। কৃষ্ণ-তাজমহলের স্বপ্ন তাই স্বপ্নই রয়ে গেল তার। জীবনের শেষ কয়েকটা বছর অন্ধকারের পিছনেই কেটেছিল তার। ১৬৬৬-তে শাহজাহানের মৃত্যুর পর তাকে মমতাজের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়।
কিন্তু জানেন, আদতে তেমন ইচ্ছা মোটেই ছিল না সম্রাটের। বরং নিজের সমাধির জন্যই নাকি ওই কালো পাথরের তাজমহলটি তৈরি করতে চেয়েছিলেন শাহজাহান। ধবধবে সাদা তাজমহলটিতে শায়িত থাকবেন প্রিয়তমা স্ত্রী, আর তার ঠিক উল্টোদিকে কৃষ্ণকায় তাজমহলে থেকে যাবেন তিনি, এমনই ছিল সম্রাটের ইচ্ছা। আর মাঝখান দিয়ে প্রেমের স্মারক হয়ে বয়ে যাবে যমুনা নদী।
তবে সত্যিই এমন কিছু ভেবেছিলেন কিনা শাহজাহান, তা তেমন প্রামাণ্য ভাবে জানা যায়নি। শুধু এক ফরাসি পরিব্রাজকের ভ্রমণকথায় উল্লেখ ছিল এই প্রসঙ্গ। ১৬৪০ থেকে ১৬৫৫ সালের মধ্যে ভারতে আসেন জিন ব্যাপটাইস টাভেরনিয়ার নামে ওই পর্যটক। তার বইতে তিনি লিখেছেন, সে সময় নাকি ওই কৃষ্ণ-তাজমহল বানানোর কাজে হাত দিয়েছেন শাহজাহান। স্থানীয় কয়েকজনের মতে, শ্বেত তাজমহল থেকে কৃষ্ণ তাজমহলকে যুক্ত করার জন্য যমুনা নদীর উপর দিয়ে একটি সেতু তৈরি করারও পরিকল্পনা ছিল এই মোগল সম্রাটের। সেটি নাকি তৈরি হত আবার খাটি রূপা দিয়ে।
বেশ কয়েক জন পূরাতাত্বিকের মতে, মমতাজের সমাধির দিকে ভাল করে দেখলেই বোঝা যায়, সেটি পরিকল্পনা করে তৈরি। কিন্তু মৃত্যুর পরে যেখানে শায়িত রয়েছেন শাহজাহান, সেই জায়গাটি অতটা সাজানো বা পরিকল্পনা মাফিক নয়। সত্যিই শাহজাহান কৃষ্ণ তাজমহল বানাতে চেয়েছিলেন কিনা টাভেরনিয়ারের বই বাদ দিলে অন্য কোথা থেকে সে কথা জানা যায়নি। এমনকি বিষয়টি খতিয়ে দেখতে খননের কাজও করা হয়েছে। তবে মাটির তলায় কৃষ্ণ তাজমহলের কোনও ভিত পর্যন্ত মেলেনি। তবে মেহেতাব বাগের কাছে বেশ কিছু কালো পাথর পাওয়া যায়। তবে গবেষকদের ধারণা, ওগুলো আসলে সাদা পাথরই, যা বহু বছর ধরে থাকার ফলে যা আসল রং হারিয়েছে।
শাহজাহান আদৌ অমন কালো পাথরের তাজমহল বানাতে চেয়েছিলেন কিনা, তা তো তর্কের বিষয়। তবে সত্যিই যদি এমন একটা কৃষ্ণ তাজমহল থাকত, তাহলে বোধহয় মন্দ হত না বলুন। যমুনা নদীর দুই পারে মোগল সম্রাটের প্রেমের স্মারক হয়ে দাঁড়িয়ে থাকত শ্বেত আর কৃষ্ণ তাজমহল, আর দুটি তাজমহলকে জুড়ে থাকত রূপোর অমন একটা সেতু। সুন্দর তাজমহলের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যেত বোধহয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।