Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের ভাঙচুরে ইন্ধন দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগর নায়েবে আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরীরকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই দিন ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বলেন, হেফাজতের ভাঙচুরের ঘটনায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে হাটহাজারীর তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরমধ্যে একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী রিমান্ডে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ