Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান আগুন নয়, এটা আমার জন্য পানি -বিমানমন্ত্রী শাহজাহান কামাল

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানকে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব। বিমান আগুন নয়, এটা আমার জন্য পানি। এ মন্তব্য করেছেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
গতকাল সচিবালয়ে দায়িত্ব গ্রহণের সময় বিদায়ী মন্ত্রীর সাথে আলাপ কালে তিনি এ বথা বলেছেন।
এর আগে বিমান নিয়ে গালি খেতে হতে পারে, নতুন মন্ত্রীকে বললেন বিদায়ী মন্ত্রী রাশেদ খান মেনন। এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়াকে অনেকে ‘আগুনে নিক্ষেপের’ সঙ্গে তুলনা করছে মন্তব্য্য করে সেই আগুনকে তিনি পানিতে পরিণত করতে চান বলে সকলের সহযোগিতা কামনা করেছেন নতুন এ মন্ত্রী ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এসে বিদায়ী বিমান মন্ত্রী মেননের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন কামাল। মন্ত্রণলয়ের সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যের পরেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের হাসতে হাসতে কামাল বলেন, অনেকে বলেছে- ‘আগুনে আপনাকে নিক্ষেপ করা হয়েছে’। আমি বলি,না না না এটা আগুন নয়, এটা আমার জন্য পানি। যে পানি খাইয়্যা আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি। আমি এটাও বলি, আমি পারব ইনশাল­াহ, আমি আশাবাদী, আমি নিরাশাবাদী নই, আপনাদের সহযোগিতা আমি চাই।
গত চার বছরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক ঘটনায়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে যুক্তরাজ্য কার্গো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। তাতে মুনাফায় বড় ধস নেমেছে। প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনা নিয়েও সমালোচিত হয়েছেন বিদায়ী মন্ত্রী মেনন।
নতুন মন্ত্রী কামাল নিজেও দায়িত্ব গহণের সময় বলেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনেক ‘বদনাম’ বাইরে শুনেছি।
পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, “বিমানে চড়লে ঠিকমত সার্ভিস দেয় না এবং জনগণ বিমানের ভালো সার্ভিস পায় না। এটা বাইরের লোকজন বলতেছে, বাইরের বদনামটা আমি শুনছি। আসলে বাইরে যতটুকু শোনা যায় প্র্যাকটিক্যাল যখন আসল ততটুকু নয়, এই বদনামকে আমি ধুয়েমুছে সুন্দর করে পরিষ্কার করে দেব।”
বিমানকে লাভজনক করতে কী কী পদক্ষেপ নেবেন- এই প্রশ্নে মন্ত্রী বলেন, “বিমানকে লাভজনক করা খুব কঠিন কাজ না। আমি মনে করি যেহেতু আমি জাতির জনকের সঙ্গে কাজ করেছি। আর এখন আমি কাজ করছি বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে সেহেতু আমি পারব, তবে সবার সহযোগিতা আমি চাই।
এই মন্ত্রণালয়কে লাভজনক প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। নয় মাসে এই মন্ত্রণালয়কে লাভজনক প্রতিষ্ঠান করে দেব। নতুন পরিকল্পনা নিয়ে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাব।”
বাংলাদেশ বিমানকে পুরো এশিয়া মহাদেশের একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার আশার কথাও বলেন শাহজাহান কামাল।
সাংবাদিকদের সামনে মন্ত্রণালয়ের বদনামের কথা বললেও বিদায়ী মন্ত্রী মেননের প্রশংসা ঝরেছে নতুন মন্ত্রীর কণ্ঠে।
“তিনি চার বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। তার বক্তৃতা থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়েছি। আজ উনি এখান থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমি বিদায় দিতে চাই না। আমি মনে করি তিনি সব সময় আমাকে সহযোগিতা করবেন।
ওয়ার্কার্স পার্টির মেননকে নিজের ‘ভাই’ হিসেবে সম্বোধন করে আওয়ামী লীগের কামাল বলেন, “আমার ভাই, তিনি একজন প্রগতিশীল নেতা, দেশপ্রেমিক, তিনি কোনো সম্পদের মালিক নয়, অর্থের জন্য রাশেদ খান মেনন রাজনীতি করে নাই। আমি তাকে ছাত্রজীবন থেকে চিনি।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আত্মীয়তার কথা জানিয়ে শাহজাহান কামাল বলেন, তার মেয়ের বিয়ে হয়েছে তোফায়েল আহমেদের ছেলের সঙ্গে। সেই সূত্রে তারা বেয়াই। নেত্রী তিন দিন আগে (তোফায়েলকে) বললেন- ‘আপনি (বিমান মন্ত্রণালয়ের) দায়িত্ব নেন’, তিনি (তোফায়েল) বললেন- ‘না না না, আমি নেব না’। তারপর গত বুধবার আমার বাসায় এসে (তোফায়েল) আমাকে সাহস দিয়ে গেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানমন্ত্রী শাহজাহান কামাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ