Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের ওসি প্রত্যাহার করুন, উখিয়া-টেকনাফে সার্বক্ষনিক সেনাবাহিনী মোতায়েন ও রোহিঙ্গা ক্যাম্পে নজরদারী বাড়ান -শাহজাহান চৌধুরী

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১:১৪ পিএম
উখিয়া-টেকনাফের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, অবৈধ ব্যালট পেপার ছাপিয়ে সন্ত্রাসী রোহিঙ্গাদের ভোট ডাকাতিতে কাজে লাগাতে পারে এমপি বদি। আর বদির অনৈতিক ও সন্ত্রাসী কাজে সহযোগিতা দিয়ে যাচ্ছে টেকনাফের ওসি প্রদীপ।
 
তাই টেকনাফের ওসি প্রদীপকে দ্রুত প্রত্যাহারসহ টেকনাফ সদর ইউনিয়ন, সাব্রাং, উখিয়ার পালংখালী, জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নে সার্বক্ষণিকভাবে সেনাবাহিনী মোতায়েনের দাবী জানান তিনি।
পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে শক্ত নজরদারীরও দাবী জানান তিনি।
 
২১ ডিসেম্বর  জুমাবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী এ দাবী জানান।
 
সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী অভিযোগ করে বলেন, এমপি বদির নির্দেশে টেকনাফের ওসি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের কর্মীদের ক্রসফায়ারের হুমকি দিয়ে এলাকা ছাড়া করছে। প্রচার কাজে বাধা দিচ্ছে, ঘর বাড়ী ভেঙে দিচ্ছে, অহেতুক মামলা দিয়ে গ্রেপ্তার করছে। 
 
তিনি জানান তফসীল ঘোষনার পর থেকে উখিয়া ও টেকনাফে
কয়েক ডজন মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে দুই শতাধিক নেতা-কর্মীকে। ঘর ছাড়া এলাকা ছাড়া করা হয়েছে কয়েক হাজার নেতা-কর্মীকে।
আটক নেতাদের মাঝে রয়েছেন, টেকনাফের প্রবাবশালী বিএনপি নেতা সোলতান মেম্বা,  হাশেম মেম্বার ও উখিয়ার বিএনপির সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমোদ চৌধুরী ও উখিয়া বিএনপির অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।  


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ