Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা বন্দরকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক জোন তৈরি করবেন- শাহজাহান এমপি

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৩:২৩ পিএম

দখিনের অবহেলিত জনপদে পটুয়াখালীর উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সেনা নিবাস, শের-এ-বাংলা নৌ-ঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। পায়রা বন্দরকে ঘিরে এ অঞ্চলে তৈরি হচ্ছে একটি শক্তিশালী অর্থনৈতিক জোন। যেখানে কর্মসংস্থান হচ্ছে কয়েক লক্ষ মানুষের। ঘটবে ব্যবসার সম্প্রসারণ। কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেছেন পটুয়াখালী সদর আসনের সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আ.লীগের সভাপতি এ্যাড. শাহজাহান মিয়া।

এসময় তিনি আরো বলেন, পায়রা বন্দরকে ঘিরে কলাপাড়া হবে দেশের তৃতীয় অর্থনৈতিক জোন। দেশের একমাত্র উপজেলা কলাপাড়াকে ঘিরে বেশ কয়েকটি মেঘা উন্নয়ন প্রকল্প চালু করেছেন। কয়েক হাজার কোটি টাকার বরাদ্ধ দিয়েছেন। এ অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর ভালবাসা থেকেই তিনি এসব করেছেন। ভবিষ্যতেও এ উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন।

বুধবার সকার দশটায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ভোধন করেন কেন্দ্রীয় আওয়ামীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। কলাপাড়া উপজেলা আ.লীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শাহজাহান মিয়া। কলাপাড়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। জাতীয় সংগীতের সুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলসহ কোরআন তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ