মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী দু হাজার অস্ত্র দেবে। এছাড়া, ব্রিটিশ সরকার ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি এরইমধ্যে ১০০০ ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং ৫০০ স্টিঙ্গার টাইপের ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে। এছাড়া, ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০ স্ট্রেলা ক্ষেপণাস্ত্র দিয়েছে। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ২৭০০ দেয়ার কথা ছিল কিন্তু সম্প‚র্ণ চালান হস্তান্তরে দেরি হয়েছে। এজন্য ইউক্রেন জার্মানিকে তীর্যক ভাষায় সমালোচনা করেছে। এ অবস্থায় জার্মানি বাড়তি ২০০০ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জার্মানির একজন সংসদ সদস্য। এদিকে, বুধবার জার্মান সংসদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনালিনা বাইয়েরবক বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী অন্যতম প্রধান দেশ হচ্ছে জার্মানি। তিনি বলেন, এটি জার্মানিকে গর্বিত করে না কিন্তু এই মুহ‚র্তে ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ করা খুবই জরুরী বিষয়। তিনি জানান, ইউক্রেনের জন্য যে সমস্ত অস্ত্র পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেগুলো ইউক্রেনের পথে রয়েছে। বাইয়েরবক জানান, জার্মান সরকার বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে অস্ত্র কেনার জন্য আলোচনা চালাচ্ছে, এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর আগ পর্যন্ত জার্মানি ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকার করেছিল এবং এ ব্যাপারে মিত্রদের অনুরোধ আমলে নেয়নি। এদিকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে ব্রিটেন ৬০০০ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিবিসি’র কার্যক্রম পরিচালনা এবং ইউক্রেনের সেনা ও পাইলটদের জন্য চার কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে। ইউক্রেনের জন্য এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার সেনারা যখন ইউক্রেনের শহর ও বন্দরকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে তখন আমরা চুপচাপ বসে থাকতে পারি না। ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তার জন্য ব্রিটেন মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলেও তিনি ঘোষণা দেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।