মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে এমন উত্তেজনার মধ্যেই মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজের মধ্যে গতকাল শুক্রবার নতুন করে নৌ মহড়া শুরু হয়েছে। পিয়ংইয়ং-এর হুমকি মোকাবিলায় মহড়া চালাচ্ছে মিত্র দেশ দুটি। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে চলা মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে বলেন, মহড়ার লক্ষ্য হলো মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর আগে দু’দিনের মহড়ায় যুক্তরাষ্ট্র ও সিউলের ডেস্ট্রয়ারে এবং অন্যান্য যুদ্ধ জাহাজ অংশ নেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি উত্তর কোরিয়া যেকোনও উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকবো। দুই দেশের নৌ মহড়ার প্রতিক্রিয়ায় উ. কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে প্রতিক্রিয়া জানতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান রণতরীর উপস্থিতি কোরীয় উপদ্বীপ এবং আশপাশের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। গত বৃহস্পতিবার ১২ দিনে সপ্তম স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে ৪০ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। উ. কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া কোনও পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তারপরও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।