মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হন আরও ৭ সেনা। শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে.. দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে। তাদের আগ্রাসনে আমাদের তিন সেনা নিহত এবং ৭ জন আহত হন’।
মন্ত্রণালয় আরো জানায়, পশ্চিম দামেস্কের গোলান মালভূমি থেকে শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরীয় বাহিনী। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষন সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলছে, হামলায় আরো তিন বিদেশি নিহত হন। সব মিলিয়ে ৬ জন নিহত এবং ১০ জন আহত। সাইয়্যেদা জয়নাব এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ইরানের একটি অস্ত্রের ডিপোও ধ্বংস হয়েছে। সূত্র : আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।