Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিমের তদারকিতেই প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে

ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় রোববার ভোরে এই ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে দেশটি। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তম বারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানীতে কর্মকর্তারা বলেছেন, এটি ২০১৭ সালে পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার আগের চেয়ে এটির সংখ্যা কাছাকাছি যেতে পারে বলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বৃদ্ধি ইঙ্গিত দিতে পারে। কয়েক মাস ধরে তার পরীক্ষাস্থলে প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো সংবাদদাতাদের বলেন, ‘রোববার নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং সেগুলো ছিল ৩৫০ কিলোমিটার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটের দিকে এবং অপরটি তার প্রায় ছয় মিনিট পরে নিক্ষেপ করা হয়। তোশিরো ইনো আরও বলেন, ‘ভোরের আগে নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। এসব ক্ষেপণাস্ত্র ঠিক কী ধরনের তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর মিত্র এবং অংশীদারদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবকে’ তুলে ধরেছে তারা। অবশ্য যুক্তরাষ্ট্র বলছে, সর্বসাম্প্রতিক উৎক্ষেপণগুলো আমেরিকান কিংবা তাদের মিত্রদের জন্য কোনো হুমকির সৃষ্টি করেনি। গত কয়েক দিন ধরেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঙ্কার দিচ্ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সমস্ত তদারকি করেছেন স্বয়ং কিম জং উন। উত্তর কোরিয়ার শাসকের পরামর্শ মতোই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা। কিমের নির্দেশই যে ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া, এই আন্দাজ অবশ্য আগেই করেছিল আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে, এর মধ্যে দিয়ে কি পরমাণু অস্ত্র প্রয়োগের মহড়াও সেরে ফেলতে চাইছেন কিম? তার জবাব অবশ্য মেলেনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের তরফে আরও জানানো হয়েছে যে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত যে ক’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা কিমের নির্দেশই হয়েছে। গোটা পরিস্থিতির তদারকিতে ছিলেন উত্তর কোরিয়ার শাসক। প্রসঙ্গত, গত মঙ্গলবার, ৪ অক্টোবর জাপানের ভূখণ্ডের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। যা গিয়ে পড়েছিল প্রশান্ত মহাসাগরে। যদিও এতে কেউ হতাহত হননি। তবে পাঁচ বছর পর জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যে ভাবে ছোড়ে উত্তর কোরিয়া, তার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উত্তেজেনা বাড়ে। উত্তর কোরিয়ার এ ধরনের আচরণের নিন্দায় সরব হয় জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা। নিন্দা করে রাষ্ট্রপুঞ্জও। এর ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা শক্তি প্রদর্শন করতে যৌথ ভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। যার জেরে পরিস্থিতি আরও জটিল হয়। এই ঘটনার পাল্টা পরের দিনই, অর্থাৎ ৬ অক্টোবর আবার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ে। রবিবার নতুন করে আরও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তোশির ইনো জানিয়েছেন, রবিবার রাত ১টা ৪৭ মিনিট থেকে ১টা ৫৩ মিনিটের মধ্যে ছোড়া হয়েছে ওই দু’টি স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র। তিনি এ-ও জানিয়েছেন, দু’টি ক্ষেপণাস্ত্রই জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার বাইরে পড়েছে। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে, চলতি বছর এই নিয়ে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ