Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১০:১৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের এখন থেকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পিএইচডি ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে ভিসি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্বশর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, এটি একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে গবেষণায় উৎসাহ দিতে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানো হবে।



 

Show all comments
  • প্রবাসী-একজন ৩০ মার্চ, ২০২২, ১০:১৩ এএম says : 0
    খুব ভালো সিদ্ধান্ত; বাজারে এখন সস্তায় পিএইচডি ডিগ্রি পাওয়া যাচ্ছে; তাহলে ওটা তারা চাইবে না কেন? তবে মজার ব্যাপার হলো, আমার আশে-পাশে ডজন-ডজন লোক পিএইচডি ডিগ্রি নিয়ে ট্যাক্সি চালায় আর মিল-কারখানায় কাজ করে। আর আমি মহান আল্লাহর রহমতে পিএইচডি ডিগ্রি ছাড়াই একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিভাগে তথাকথিত white collar পেশায় দীর্ঘকাল ধরে নিয়োজিত রয়েছি। পিএইচডি ডিগ্রি অর্জন না করলেও পাশ্চাত্যের একাধিক বিশ্ববিদ্দালয়ে পড়ালেখার সুযোগ আমি পেয়েছি। একটু ঘাঁটাঘাঁটি করলে দেখবেন, পাশ্চাত্যের অনেক উল্লেখযোগ্য বিশ্ববিদ্দালয়ে এখনো কোনো কোনো শিক্ষকদের পিএইচডি ডিগ্রি নেই, তবে তারা subject matter expert হিসেবে সুপরিচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ