Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যানসারের কাছে হার মানলেন সেই ফাহমিদা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:৩৪ পিএম

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে লাল বেনারসি পরেছিলেন ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭)। বিয়ে করেছিলেন দীর্ঘদিনের এক প্রেমিককে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই নববধূ আর নেই। মেহেদীর রঙ মোছার আগেই সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নগরীর ও আর নিজাম রোডের মেডিকেল সেন্টারের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদার মামা এস এম আশরাফুল আরিফ। তিনি বলেন, বিয়ের পর শুধু একদিনের জন্য বাসায় আনা হয়। পরে ১৫ মার্চ আবারও চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে ফাহমিদাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি আরও বলেন, ফাহমিদার লাশ নগরীর দক্ষিণ বাকলিয়ায় নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বাদ আছর তার নামাজে

জানাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। তারা দুই বোন, এক ভাই। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। ১২ দিন আগে হাসপাতালেই ভালোবাসার মানুষকে বিয়ে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা কামাল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নিজেদের শিক্ষাজীবনেই সম্পর্কে জড়ান। শিক্ষাজীবন শেষে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যান্সার। তবে ক্যান্সারকে তুচ্ছ বানিয়ে মালা বদল করেই ফেললেন তারা।

নগরীর দক্ষিণ বাকলিয়ার চাক্তাই এলাকার মেয়ে ফাহমিদা কামালের শরীরে প্রথম রেক্টাম ক্যান্সার ধরা পড়ে ২০২০ সালের জানুয়ারিতে। দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান বাবা কামাল উদ্দিন। পরে ডক্তারদের পরামর্শে ফাহমিদাকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

ওই হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় আশা ছেড়ে দেন চিকিৎসকরা। চলতি বছরের ৬ মার্চ তাকে নগরীর ওআর নিজাম রোডের চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৪০৫ নম্বর কক্ষে ডা. সাজ্জাদ বিন ইউসুফের তত্বাবধানে ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহমিদা

২৩ নভেম্বর, ২০২০
১৫ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ