Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহমিদা নবীর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ‘মন’ শিরোনামের নতুন একটি গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। গত ২১ নভেম্বর ফাহমিদা নবী গানটির রেকর্ডিং-এ অংশ নেন। গানটি লিখেছেন গীতিকবি জামাল হোসেন এবং গানটির সুর করেছেন এস. আই. শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘মন শিরোনামের চমৎকার এই গানটি গাওয়ার পর মনে হয়েছে, অনেক অনেকদিন পর একটি দারুণ গান গেয়েছি। মূলত গজল আঙ্গিকের গান বহু বছর পর গেয়েছি। গানটি লিখেছেন জামাল হোসেন ভাই, যার কথায় এর আগেও আমি একটি গান গেয়েছিলাম। আর গানটির কথার সাথে সুরের চমৎকার সমন্বয় করেছে এস আই শহীদ। দারুণ সুর করেছে। আমাদের তরুণ প্রজন্মের সুরকার যারা কাজ করছে তারা সত্যিই ভীষণ মেধাবী। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করছি, সকল শ্রেণীর শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।’ জামাল হোসেন জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে ফাহমিদা নবী জানান, তিনি সঙ্গীতশিল্পী আগুনের সঙ্গে ফোয়াদ নাসের বাবুর সুরে নতুন আরেকটি গান গেয়েছেন। এই গানটি নিয়েও ফাহমিদা নবী ভীষণ আশাবাদী। এছাড়া কবির বকুলের কথায় ও বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে আরো একটি গানে তিনি কন্ঠ দিয়েছেন। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন নতুন একজন কন্ঠশিল্পী। ফাহমিদা নবীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ‘আনমোল প্রেজেন্টস’র জন্যও তাকে এখন ভাবতে হচ্ছে। ফাহমিদা নবী সর্বশেষ নিজেরই লেখা গান ‘তোমায় একটি গান শোনাবো’র সুর করেছেন। তার সুরে বিভিন্ন সময়ে সৈয়দ আব্দুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার’সহ অনেকেই গান গেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহমিদা-নবী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ