Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আজ সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার তেমন কোনো পরিকল্পনা নেই। ঘরোয়াভাবেই দিনটি পালন করবেন বলে জানান। তিনি বলেন, জন্মদিন নিয়ে কখনোই আমার কোন পরিকল্পনা থাকে না। এবার আরো নেই, কারণ আমার মেয়ে আনমোল আমার সঙ্গে নেই, ল-নে আছে। তবে জন্মদিন আম্মা’সহ পরিবারের সবার সঙ্গে কাটবে-এটাই ভালোলাগা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এদিকে নতুন বছরের শুরুতে বাংলাদেশ বেতারে সুরকার হিসেবে (এ গ্রেড) তালিকাভুক্ত হয়েছেন ফাহমিদা। সঙ্গীতশিল্পী হিসেবে বেতারের তালিকাভুক্ত হয়েছিলেন ১৯৭৭ সালে। এবার সুরকার হিসেবে তালিকাভুক্ত হলেন। ফাহমিদা বলেন ৪৪ বছর পর সরকারী একই প্রতিষ্ঠানে সুরকার হিসেবে তালিকাভুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত। আমার জন্য এটি একটি বড় অর্জন। ফাহমিদা ইতোমধ্যে বহু গানের সুর করেছেন। ইতোমধ্যে তার সুর করা নতুন তিনটি গানের কাজ চলছে। শিঘ্রই গানগুলোর কাজ শেষ করে মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ