প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গীতিকার সুজন হাজংয়ের কথায়, যাদু রিছিলের সুরে এবং সুমন কল্যাণের সংগীতায়োজনেচারটি দেশের গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ,প্রিয়াঙ্কা গোপ এবং সুস্মিতা সাহা। এসো দুচোখ ভরে দেখে যাও আমার এই ধান শালিকের দেশ/ পাখিদের কোলাহলে ঘুম ভেঙ্গে জেগে ওঠে যে দেশ সেদেশ আমার বাংলাদেশ-এমন কথার গানটিতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। মাগো তোমার কোলে মাথা রেখে আমি বাংলার আকাশ দেখি/সে আকাশ স্বপ্নের মত /আমি সে আকাশ ছুঁতে চাই একদিন বৃষ্টির মত-এই গানটিতে কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। আমায় যদি না পাও খুঁজে , খোঁজ একুশে /আমায় যদি না পাও খোঁজ একাত্তরে /কোথাও যদি কেউ না থাকে থাকবো একা দাঁড়িয়ে /আমার সোনার বাংলা মাকে বুকে জড়িয়ে-এই গানটিতে কন্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। আমি বিজয় দেখেছি একাত্তরের রণাঙ্গনে /আমি বিজয় দেখেছি নীল দরিয়ার গর্জনে/ কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের সংগ্রামে /বিজয় দেখেছি গৃহহীন মানুষের শ্রমে ঘামে - এই গানটিতে সুস্মিতা সাহা কণ্ঠ দিয়েছেন। এ প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, দেশের প্রতি গভীর মমত্ববোধ ,ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে আমার এই চারটি গান লেখা। এই চারটি গান নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভ‚মিকা পালন করবে বলে বিশ্বাস করি। গানগুলোর ভিডিও গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।