প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার কারণে লন্ডন থেকে দেশে ফিরতে পারছিলেন না সংগীতশিল্পী ফাহমিদা নবী। কয়েক মাস সেখানে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ফিরেই গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দেশে ফিরেই কণ্ঠ দেন বঙ্গবন্ধুকে নিয়ে ‘জাতির জনক’ শিরোনামের একটি গানে। এরপর তিনি গেয়েছেন চারটি মৌলিক আধুনিক গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সাতকাহন’ শিরোনামের একটি গান। গানটির গাওয়ার পাশাপাশি সুর ও কম্পােজিশন করেছেন তিনি। লিখেছেন রঞ্জু রেজা। গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, অনেক দিন ধরে গানটির প্লট মাথায় ঘুরছিল। একটি মানুষ তার জীবনের অনেক বসন্ত পেরিয়ে এসে যখন নিজেকে খুব একাকী মনে করে, তখন পুরনো স্মৃতি তার সবচেয়ে বড় সঙ্গী হয়। গীতিকারকে পুরো বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর তিনি খুব সুন্দর কিছু কথা আমাকে লিখে দিয়েছেন। গানটির মিউজিক ভিডিওটি সাদাকালো আর অ্যানিমেশন নির্ভর। ফাহমিদা নবী বলেন, গানের সুর ও কথা পুরনো দিনের, তাই সাদাকালোটা ভালো মানিয়েছে। আর গানটিতে আমি অ্যাকুইস্টিং বাদ্যযন্ত্র ব্যবহার করেছি। বলতে গেলে লাইভ মিউজিকের সঙ্গে গেয়েছি গানটি। অ্যানিমেশন ব্যবহার করার কারণ হলো- আগামীতে একটা সময় পৃথিবী অনেক বদলে যাবে। গাড়ি আকাশে উড়বে। কিন্তু অ্যাকুইস্টিং আর্টের আবেদন ফুরাবে না। এ গানের আগে ফাহমিদার আরেকটি গান প্রকাশ পেয়েছে। সুজন বড়–য়ার লেখা ও সজীব দাসের সুরে গানটির নাম ‘সেদিন হঠাৎ’। রোমান্টিক এ গানটির লিরিকাল ভিডিও প্রকাশ হয়েছে। এছাড়া বর্ণ চক্রবর্তীর সুর-সংগীতে ‘ভালোবাসা কারে কয়’ গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি মুক্তি পাবে। বর্ণর সুরে আরেকটি গান করেছেন ফাহমিদা। নতুন গানের পাশাপাশি টেলিভিশনের একক গানের অনুষ্ঠানও করেছেন ফাহমিদা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।