প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর একটি দ্বৈত অ্যালবামের কাজ চলছিল। দু’বোনের কাজের ব্যস্ততায় যেন অ্যালবামটির কাজ শেষই হচ্ছিল না। অবশেষে সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর দ্বৈত অ্যালবামের কাজ শেষ হয়েছে। অ্যালবামে দুই বোনের কণ্ঠে চারটি করে মোট আটটি গান থাকবে। সবগুলো গানই লিখেছেন জুলফিকার রাসেল। গানগুলোর সুর করেছেন নচিকেতা এবং সঙ্গীতায়োজন করেছেন সামিনা-ফাহমিদার ভাই পঞ্চম। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘এক আকাশের গান’। যেহেতু সামিনা, ফাহমিদা এবং তাদের ভাই পঞ্চমও অ্যালবামটির সাথে জড়িত, তাই সবদিক বিবেচনা করেই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘এক আকাশের গান’। সামিনা চৌধুরী বলেন, ‘সত্যি বলতে কী এটা আমাদের দুই বোনের স্বপ্নের একটি অ্যালবাম। সবগুলো গানের কথা এবং সুর অনেক বেশিই ভালো হয়েছে। প্রতিটি গানই যেন একেকটি আলাদা গল্প। আমাদের ভক্তদের কথা চিন্তা করেই আসলে সময়ের দাবীকে মেনে নিয়ে সময়ের গানই করার চেষ্টা করেছি আমরা। অনেক বেশি ভালোলাগা এই যে আমাদের দুই বোনের প্রথম দ্বৈত অ্যালবামে আমাদের ভাই পঞ্চমও জড়িত। তাই সবমিলিয়ে অ্যালবামটির প্রতি অনেক ভালোবাসা জন্মেছে।’ ফাহমিদা নবী বলেন, ‘এক আকাশের গান নিয়ে স্বপ্ন দেখা আসলে জুলফিকার রাসেলের। অনেকেই এর আগে আমাদের দুবোনকে নিয়ে অ্যালবাম করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা এতোই ব্যস্ত থাকি যে আমাদেরকে দিয়ে কাজ আদায় করে নিতে হয়। জুলফিকার রাসেলের সেই ধৈর্য এবং আন্তরিকতা ছিল বলেই অ্যালবামটির কাজ শেষ হয়েছে। তাই রাসেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করেছি শ্রোতাদের ভালোলাগার মতো কিছু গান করতে সময়ের দাবীকে মেনে নিয়ে। আশাকরি ভালো লাগবে শ্রোতাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।