প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে গানটি সে সময় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতা দর্শক এবং তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা লিখেছেন সুজন বড়–য়া সাইম এবং সুর সঙ্গীত করেছেন সজীব দাস। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ সেদিন শিশির ভেজা ভোরের আলোয় , অবাক তোমার দৃষ্টি ছুঁড়ে নীরবে ডাকলে আমায়’। ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা যেমন চমৎকার সুরও অসাধারণ। মিষ্টি ভাবনার স্মৃতির মোহে হারিয়ে যাওয়ার মতো কথাগুলো। ধন্যবাদ গানটির গীতিকবিকে এবং অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময়ের মতো সজীব দাসকে মন ছুঁয়ে যাবার মতো সুর করার জন্য। এর আগেও তার সুরে গান করেছি। সজীব সবসময়ই আমাকে ভেবে অনেক যতœ নিয়ে সুর করে। ভালোবাসা দিবসে আমার ভক্ত শ্রোতা দর্শকের জন্য এটা বিশেষ উপহার। আশা করছি, সবারই ভালোলাগবে গানটি।’ আগামী ভালোবাসা দিবসে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে ফাহমিদা নবী নিয়মিত বাংলাভিশনে ‘সুরের আয়না’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।