Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১০:৫৩ এএম

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঐশীর ভাই ঈশিক এবং পরিবারের ঘনিষ্ঠজন।

ঐশীর ভাই ঈশিক জানান, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত দেড় মাসের মধ্যে দুই বার হার্ট অ্যাটাক করেন তার বাবা। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

জানা গেছে, নোয়াখালীর মাইজদীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এ অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ