Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে দুই মাটি বিক্রেতার জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ৬:১৬ পিএম

মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে মাটিকাটার অপরাধে পৃথক অভিযান চালিয়ে দুই মাটি কারবারির কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার তাদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।
জরিমানা প্রদানকারীরা হলেন উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের খন্দকার শেহির আলীর ছেলে খন্দকার পরাগ ও মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম।
জানা গেছে, জরিমানা প্রদানকারীরা উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা এবং ফতেপুর ইউনিয়নের বৈলানপুর এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটিকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়। পরে দুই ব্যক্তির কাছ থেকে জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ