মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে এক দিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির সাথে আলোচনা বাতিল করেছে ইরান। রোববার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্স জানিয়েছে, কোনো ধরনের কারণ উল্লেখ না করে সউদী আরবের সাথে পঞ্চম দফার আলোচনা স্থগিত করেছে ইরান। এ সপ্তাহে ইরান ও সউদী আরবের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। এছাড়া সউদী আরব কর্তৃক এক দিনে ৮১ ব্যক্তির গণমৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও সমালোচনা করেছে ইরান। এসব নিহত ব্যক্তির মধ্যে ৪১ জন হলেন শিয়া মুসলিম। এদিকে ইরানের পরমাণু চুক্তি নিয়ে ভিয়েনা আলোচনাও স্থগিত আছে।
নুর নিউজ জানিয়েছে, ইরান নিজে থেকেই সউদী আরবের সাথে আলোচনা বাতিল করেছে। এ আলোচনা বাতিলের কোনো কারণ বলা হয়নি। নতুন করে কবে আলোচনা শুরু হবে তার তারিখও বলা হয়নি।
এদিকে ইরানের সাথে আলোচনা বাতিলের বিষয়ে সউদী আরবের সরকারি গণমাধ্যমের অফিস ‘সিআইআরসি’ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র : মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।