Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান সরিয়ে নিয়ে ‘পিংক ফ্লয়েড’-এর প্রতিবাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১০:৪০ এএম

ইউক্রেইনে রুশ আগ্রাসনের প্রতিবাদে রাশিয়া ও বেলারুশের সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজেদের সব গান সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ব্যান্ড পিংক ফ্লয়েড। পিংক ফ্লয়েড জানিয়েছে, তারা ইউক্রেইনে রাশিয়ার অভিযানের নিন্দা জানাচ্ছে, যে অভিযানে সহযোগী হিসেবে রয়েছে বেলারুশ।

জনপ্রিয় এই ইংলিশ রক ব্যান্ড দল শুক্রবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পিংক ফ্লয়েডের দলনেতা গিটারিস্ট ডেভিড গিলমোরও তাদের সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমে জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ১৯৮৭ সালের পর থেকে এ পর্যন্ত ব্যান্ডটির প্রকাশিত যত গান রাশিয়া ও বেলারুশের ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে, সব সরিয়ে নেওয়া হবে। ডেভিড গিলমোরের একক গানের সব রেকর্ডও রাশিয়া ও বেলারুশের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

১৯৮৫ তে রজার ওয়ার্টের প্রয়াণের পর থেকে গিলমোর দলের নেতা। তবে ওই সময়ের আগের রেকর্ড করা গানগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। তাই ডিজিটাল প্ল্যাফর্ম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পিংক ফ্লয়েডের শেষ তিনটি অ্যালবাম 'মোমেন্টারি ল্যাপস অফ রিজন' (১৯৮৭) এবং 'দ্য ডিভিশন বেল' (১৯৯৪) এবং সেইসাথে সংকলন 'দ্য এন্ডলেস রিভার'। তবে ব্যান্ডের আগের অ্যালবামগুলি যেমন 'ডার্ক সাইড অফ দ্য মুন' এবং 'দ্য ওয়াল' পাওয়া যাবে।

উল্লেখ্য, ১৯৬৫ সালে পিংক ফ্লয়েডের যাত্রা শুরু। মূলত প্রোগ্রেসিভ রক, সাইকাডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে ব্যান্ডটি। গিলমোর ব্যান্ডে যোগ দেন প্রতিষ্ঠার তিন বছর পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ