প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার নতুন গান নিয়ে বিপত্তিতে পড়েছে দক্ষিণ কোরিয়ার বয়েজ ব্যান্ড বিটিএস। প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে তাদের নতুন একটি গান। তাতেই বিস্মিত বিটিএস ভক্তরা। এত নিরাপত্তার মাঝেও কীভাবে ঘটল এ ঘটনা তার কূলকিনারা খুঁজে পাচ্ছেন না কেউ। তবে গান ফাঁস হলেও সচেতন ভক্তরা গানটি শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন।
জানা গেছে, রেডইট ও টুইটারে ছড়িয়ে গিয়েছিল গানটি। পরে সামাজিকমাধ্যম থেকে গানটি সরিয়ে ফেলা হলেও টুইটগুলো এখনো রয়ে গেছে। চলতি বছর বেশকিছু নতুন গান প্রকাশ করার কথা ছিল বিটিএসের। ধারণা করা হচ্ছে, প্রকাশের অপেক্ষায় থাকা গানগুলোর একটি ফাঁস হয়েছে অনলাইনে।
এদিকে গান ফাঁস হওয়ার কেলেঙ্কারির পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিটিএসের ব্যান্ড প্রযোজনা সংস্থা। কে বা কারা এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
বর্তমানে বিশ্বের অন্যতম সঙ্গীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান বয়েজ ব্যান্ড বিটিএস এর আরেক নাম ‘ব্যাংটান বয়েজ’। ২০১০ সালে গঠিত হয়েছে এই ব্যান্ড দল। জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্যপরিবেশনার মধ্য দিয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।