Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশের আগেই অনলাইনে ফাঁস বিটিএস-এর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১১:৩২ এএম

এবার নতুন গান নিয়ে বিপত্তিতে পড়েছে দক্ষিণ কোরিয়ার বয়েজ ব্যান্ড বিটিএস। প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে তাদের নতুন একটি গান। তাতেই বিস্মিত বিটিএস ভক্তরা। এত নিরাপত্তার মাঝেও কীভাবে ঘটল এ ঘটনা তার কূলকিনারা খুঁজে পাচ্ছেন না কেউ। তবে গান ফাঁস হলেও সচেতন ভক্তরা গানটি শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন।

জানা গেছে, রেডইট ও টুইটারে ছড়িয়ে গিয়েছিল গানটি। পরে সামাজিকমাধ্যম থেকে গানটি সরিয়ে ফেলা হলেও টুইটগুলো এখনো রয়ে গেছে। চলতি বছর বেশকিছু নতুন গান প্রকাশ করার কথা ছিল বিটিএসের। ধারণা করা হচ্ছে, প্রকাশের অপেক্ষায় থাকা গানগুলোর একটি ফাঁস হয়েছে অনলাইনে।

এদিকে গান ফাঁস হওয়ার কেলেঙ্কারির পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিটিএসের ব্যান্ড প্রযোজনা সংস্থা। কে বা কারা এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

বর্তমানে বিশ্বের অন্যতম সঙ্গীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান বয়েজ ব্যান্ড বিটিএস এর আরেক নাম ‘ব্যাংটান বয়েজ’। ২০১০ সালে গঠিত হয়েছে এই ব্যান্ড দল। জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্যপরিবেশনার মধ্য দিয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে।



 

Show all comments
  • Masud ১০ মার্চ, ২০২২, ৪:১১ পিএম says : 0
    মানুষ নীতি নৈতিকতার কারণে দৈনিক ইনকিলাব পত্রিকা দেখতে আসে। অথচ ইনকিলাব পত্রিকা বর্তমানে খুব বেশি নৈতিকতা বর্জিত সংবাদ পরিবেশন করে। ইনকিলাবের বর্তমান ইন্টারেস্ট দেখা যায়; পরীমনি, বিটিএস ইত্যাদি ফালতু নিউজগুলো ????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ