বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাঁচলাইশ থানাধীন শেভরন এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. নজরুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তিকে র্যাব হেফাজতে নেওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। তবে র্যাব বলছে, তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার সাথে তার স্ত্রীও ছিলেন। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি আগে থেকেই হার্টের রোগী। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌর এলাকায়। তার পরিবারও র্যাবের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চান, তবে পরে আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।