Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৫:২৫ পিএম

সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামের একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুুপুরে উপজেলার ছৈলা-অাফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল (নদীতে) এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা দু'বোন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সকারী প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী
বাক প্রতিবন্ধি সুমাইয়া বেগম (৮) ও প্রথম শ্রেনির শিক্ষার্থী নাহিদা বেগম (৬)। বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ওই বটেরখাল নদী থেকে শিশু দু'টির লাশ উদ্ধার করে। খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় ওয়ার্ড মেম্বার জহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই শিশুর মধ্যে দ্বিতীয় শ্রেনির ছাত্রী সুমাইয়া বেগম একজন বাকপ্রতিবন্ধি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদ্বীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া দু'শিশু তার বিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে তারা বিদ্যালয়ে এসেছিল। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ