Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৪:৪২ পিএম

খুলনা মহানগরী রূপসা কেসিসি বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, নগরীর রূপসা কেসিসি ট্রাক স্ট্যান্ড বাজারের ছাব্বির স্টোরকে ১০ হাজার টাকা, রুবেল স্টোরকে ৫ হাজার টাকা, তামিম স্টোরকে ৫ হাজার টাকা এবং টুটপাড়া মেইন রোডের আল মদিনা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়।
এর আগে রোববার খুলনা মহানগরীর বড়বাজারে একই ধরণের অভিযান চালানো হয়। বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তেরর সহকারী পরিচালক দিনারা জামান পুষ্টি সয়াবিনের ডিলার মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া অভিযানকালে বেশ কয়েকটি ডিলার পয়েন্টে গুদাম তল্লাশি, বিক্রয় ভাউচার যাচাই করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ