Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বেশি দামে তেল বিক্রি করায় ৯ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৫:৪৮ পিএম

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ফরিদপুরের নগরকান্দায় ৯ মুদিদোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ মার্চ) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান টিটু, উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত হোসেনসহ নগরকান্দা থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জেতী প্রু বলেন, সয়াবিন তেলের দাম বাড়ার পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে। এমন সংবাদে রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ