Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের সাথে প্রতারণা- পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৭:৪৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বললেও এখন ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে সকল রেকর্ড ভঙ্গ করেছে।

তিনি বলেন, একদিকে সরকার দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আঙ্গুল ফুলে বটগাছ বানাচ্ছে। দলীয় নেতাকর্মীরা উন্নয়নের নামে রাষ্ট্রের সম্পদ লুটতরাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ