Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে বাড়ি-ঘর জুড়ে ব্যাপক তল্লাশি তালেবানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৮ পিএম

তালেবানরা কাবুল এবং অন্যান্য আফগান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালাচ্ছে। রোববার তাদের মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক ডাকাতি ও অপহরণের জন্য দায়ী অপরাধীদের ধরতে ও অস্ত্রের সন্ধানে তারা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে।

শুক্রবার শুরু হওয়া এই অপারেশনটি অনেককে শঙ্কিত করেছে যারা পূর্ববর্তী পশ্চিমা-সমর্থিত শাসন বা মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর সাথে যুক্ত থাকার কারণে লক্ষ্যবস্তু হতে ভয় পাচ্ছে। কিছু ক্ষুব্ধ বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন যে, তালেবান অনুসন্ধানের সময় তাদের বাড়ি-ঘর গুলো এলোমেলো হয়ে গিয়েছে। তবে বেশ কয়েকজন এএফপিকে বলেছেন যে, তালেবানরা বিনয়ী ও শন্তিপূর্ণভাবে তাদের মুখোমুখি হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, ‘একটি বাড়িতে আমার ভাগ্নে বসবাস করত যখন তারা এসেছিল এবং তারা একটি বড় গোলযোগ করেছিল’, তিনি এএফপিকে বেশ কয়েকটি ছবি দেখান, যা যথেষ্ট বিঘ্ন প্রকাশ করেছিল। তালেবান অভিযানকে ‘ক্লিয়ারিং অপারেশন’ বলে অভিহিত করেছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অপহরণকারী, চোর ও লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে এবং মানুষের জীবন হুমকির মুখে রয়েছে।’ তিনি বলেন, কর্তৃপক্ষ অভিযানের সময় অপহরণের শিকার দুই ব্যক্তিকে খুঁজে পেয়েছে এবং দুটি কিশোরী মেয়েকেও মুক্ত করেছে যাদের তারা একটি বেসমেন্টে শৃঙ্খলিত অবস্থায় পেয়েছিল।

মুজাহিদ বলেন, হাল্কা ও ভারী অস্ত্র, বিস্ফোরক, রেডিও সরঞ্জাম এবং ড্রোন জব্দ করা হয়েছে, সেইসাথে সামরিক বা সরকারের নিজস্ব যানবাহনও জব্দ করা হয়েছে। তিনি বলেন, নয়জন অপহরণকারী এবং ৫৩ জন ‘পেশাদার চোর’ সহ ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্য সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

‘আমরা কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করতে চাই যে এই অভিযানগুলি সাধারণ মানুষের বিরুদ্ধে নয়,’ মুজাহিদ বলেছেন৷ ‘শহরের বাসিন্দাদের নিশ্চিত হওয়া উচিত যে অনুসন্ধানটি সাবধানে চলছে।’ তালেবানরাও রাজধানীতে রাস্তায় টহল বাড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী রোড-ব্লক স্থাপন করেছে, যেখানে তারা এলোমেলোভাবে যানবাহন তল্লাশি করে বা ভিতরে থাকা ব্যক্তিদের পরিচয় পরীক্ষা করে। মুজাহিদ বলেন, বাড়ি-ঘরে কোনো পুরুষ না থাকায় কয়েক ডজন সদ্য প্রশিক্ষিত নারী পুলিশ তল্লাশিতে জড়িত ছিল।

সোশ্যাল মিডিয়ায় দরজা এবং ওয়ারড্রোবগুলোর ছবি এবং ভিডিও ক্লিপগুলো শেয়ার করা হয়েছে যেগুলো ভেঙে দেয়া হয়েছিল, কুশন এবং গদিগুলি কেটে ফেলা হয়েছিল এবং জিনিসপত্র মেঝে জুড়ে ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস ফন ব্র্যান্ডট টুইট করেছেন, ‘ভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যদের এবং মহিলাদের বিরুদ্ধে ভয় দেখানো, বাড়ি তল্লাশি, গ্রেফতার এবং সহিংসতা অপরাধ এবং অবিলম্বে বন্ধ করা উচিত।’

এর জবাবে মুহাম্মাদ জালার নামে একজন তালেবান কর্মকর্তার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘পুতিনের কাছ থেকে ইউরোপকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করুন, আফগানরা জানে তারা কি করছে।’ সূত্র: ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ