Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিটনেস না থাকায় গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস এর একটি বাসকে জরিমানা করেছে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অক্ট্রয়মোড়ে গ্রামীণ ট্রাভেলস এর বাসটিকে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৯) আট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ।

জানা যায়, গ্রামীণ ট্রাভেলসের বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ হবার কারণে জরিমানা করা হয়।

বাসটির সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, ঢাকা স্ট্যান্ডে যাত্রী উঠানোর জন্য গাড়ীটি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অক্ট্রয় মোড়ে বাসটির কাগজপত্র চেক করে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালত। ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আট হাজার টাকা জরিমানা করেছে। এ সময় বিআরটিএ'র মটর পরিদর্শক শাহজামান এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ