প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান লিখলেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। ইউক্রেনে রাশিয়ান আগ্রসনের সময় ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে গানটি লিখছেন তিনি। সেই গানে তার যুদ্ধ বিরোধী অবস্থান ফুটে উঠেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই গানটি লিখেছেন তিনি। এরপর গানের লিরিকটি দিয়েছেন ফেসবুকে। চিরচেনা ভঙ্গিতে তার এই প্রতিবাদে মুগ্ধ নেটিজেনরাও। গানের লিরিক পোস্ট করার পর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি।
পুরো গানের লিরিকটি পোস্ট করে লেখেন, ‘আমার ছেলে অনির্বান সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন। ইনশাল্লাহ্!’
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।
উল্লেখ্য, সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণে গানও লিখেছেন কবীর সুমন। শিরোনাম ‘একুশে ফেব্রুয়ারির ডাক’। যা গেয়েছেন আসিফ আকবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।