Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার বিশ্বকাপে চট্টগ্রাম থেকে যাচ্ছে টি-শার্ট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২০ এএম

কাতারের বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবল সংস্থা-ফিফার অফিশিয়াল টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে। নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গার একটি পোশাক কারখানায় তৈরী হচ্ছে ছয় লাখ টি-শার্ট। গত সপ্তাহে একটি চালান রফতানিও করা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দর্শক-ভক্তদের গায়ে জড়ানো টি-শার্টে লাল-সবুজের দেশটির নাম থাকছে।
আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। দেশটির আটটি স্টেডিয়ামে ফুটবলের এই মহারণ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে পোশাকপণ্য ও সরঞ্জাম সরবরাহের জন্য আয়োজক সংস্থা ফিফা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের কারখানাকে জার্সি, টি-শার্ট, জ্যাকেটসহ নানা সরঞ্জাম তৈরির কার্যাদেশ দেয়।
বিশ্বকাপের পোশাকপণ্য সরবরাহে অনেকের সাথে ফিফার লাইসেন্স পেয়েছে রাশিয়ার একটি বিখ্যাত ক্রীড়াসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা গোসাইলডাঙ্গার সনেট টেক্সটাইলকে ছয় লাখ টি-শার্ট বানানোর কার্যাদেশ দেয় গত বছর। চলতি ফেব্রæয়ারি থেকে টি-শার্ট উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। ছয় লাখ টি-শার্টের রফতানিমূল্য ১৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা।
এর মধ্যে তিন লাখ টি-শার্ট জাহাজীকরণ করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য চার রঙের টি-শার্ট তৈরী করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল টি-শার্ট তৈরির কাজে যুক্ত থাকতে পেরে খুশি কারখানার মালিক, শ্রমিক ও কর্মকর্তারা। কারখানার কর্মকর্তারা জানান, ফিফার অফিশিয়াল টি-শার্ট তৈরিতে কঠোর শর্ত মানতে হয়। কোনো টি-শার্ট বাইরে সরবরাহ করা যায় না। আবার ডিজাইন থেকে শুরু করে সবকিছুই কোথাও হস্তান্তর করাও যায় না।
এর আগেও সনেট টেক্সটাইল থেকে রাশিয়া বিশ্বকাপ, ইউরো কাপের টি-শার্ট রফতানি করা হয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত সনেট টেক্সটাইলের আরও দুটি পোশাক প্রতিষ্ঠান রয়েছে। গ্রæপটির বার্ষিক রফতানি দুই কোটি ডলার বা প্রায় ১৭১ কোটি টাকা। ইউরোপ-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের ১০-১২টি ক্রেতা প্রতিষ্ঠান এই কারখানা থেকে পোশাক কেনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার বিশ্বকাপ

২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ