Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্নেক আইল্যান্ডে নিহত সেনাদের প্রশংসায় সামাজিক গণমাধ্যম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২২ পিএম

রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমপর্ণ করতে অস্বীকার করে ইউক্রেনের একটি দ্বীপে নিহত ১৩ জন সৈনিকের গল্প ছড়িয়ে পড়েছে টুইটার, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সেখানে গিয়ে তাদের আত্মসমপর্ণের নির্দেশ দেয়। কিন্তু তারা সেই নির্দেশ মেনে নেয়নি। ফলে তাদের ওপর গোলাবষর্ণ করতে শুরু করে রাশিয়ার যুদ্ধজাহাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া অডিও রেকর্ডে শোনা যায়, রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে বলা হচ্ছে, ‘তোমরা অস্ত্র সমপর্ণ করো এবং আত্মসমপর্ণ করো। অন্যথায় আমি গুলি চালাতে শুরু করবো। তোমরা কি শুনতে পাচ্ছো?’
এরপর ইউক্রেনের রক্ষীদের কথা শুনতে পাওয়া যায় ‘যথেষ্ট হয়েছে’। তারা ক্ষিপ্তভাবে রুশ যুদ্ধজাহাজের কথা মেনে নিতে অস্বীকৃতি জানায়। তাদের কথাটি ছিল ‘রাশিয়ান ওয়ারশিপ, গো ফ... ইউরসেলফ।’
এরপর যুদ্ধজাহাজ থেকে রক্ষীদের ওপর গোলাবর্ষণ করা হলে ১৩ জন রক্ষীর সবাই নিহত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, তারা সবাই যুদ্ধে সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার পাবেন। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ