বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুপুর বাড়িতে বেড়াতে এসে মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে ডুবে মারা গেছেন মো. রায়হানুল আবিদ দিব্য (২০) নামের কলেজ ছাত্র।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের আড়মাঝি এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে ওইদিন রাত সাড়ে আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
দিব্য একই উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। চাকরির সুবাদে দিব্য বাবা-মায়ের সঙ্গে বগুড়াতে থাকতেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দিব্য আড়মাঝি এলাকায় ফুপা আসাদুজ্জামানের বাড়ির অদূরে মধুমতি নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। তিনি সাঁতার জানতেন না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা করে লাশ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আবার অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।